কুকুর পালন একটি প্রাচীন অভিযান যা h বেশ দীর্ঘদিন ধরে চলছে। মানুষ কুকুর পোষার মাধ্যমে প্রাকৃতির সাথে সম্পর্ক তৈরী করে আসছে এবং প্রাকৃতিক সহযোগিতা লাভ করছে।
কুকুর পোষা শুরু হয় প্রধানত বাড়ি ঘর ও গবাদী পশু পাহারা দেয়া ও শিকার এর সাহায্যের জন্য। কুকুর এর বিশ্বস্ততা মানুষ কে কুকুর পালনে আগ্রহী ক্ক্রে তুলেছে শুরুর সেই প্রথম দিক থেকে।
প্রাচীন সময়ে কুকুরের অন্যতম ব্যবহার ছিল হিংস্র প্রাণী হতে গবাদি পশু ও মানুষ কে রক্ষা করা। এছাড়াও ধীরে ধীরে কুকুর এর সাহায্য বাহন টানার কাজ সহ লড়াই বা যুদ্ধে অংশগ্রহণ এর জন্য ও কুকুর পালন শুরু হয়।
কুকুর পালন ও সংরক্ষণ নিয়ে এই আধুনিক সময়েও বিশেষ গুরুত্ব পাচ্ছে । আধুনিক সময়ে কুকুর পালন একটি জনপ্রিয় কার্যক্রম হয়ে উঠেছে। এখন কুকুর কে একজন ঘরের সহস্যের হিসেবেই গন্য করা হয়। প্রাচিন কালে হাতে গোনা কয়েক জাতের কুকুর পাওয়া গেলোও এখন ব্রিডিং এর মাধ্যমে নানান জাতের রঙ এর এবং আকার এর কুকুর পাওয়া যাচ্ছে যেনো মানুষ তার পছন্দ অনুযায়ী তার প্রিয় প্রানী টিকে বেছে নিতে পারে।
সংক্ষেপে বলা যাক, কুকুর পালন চর্চা দীর্ঘদিন ধরে চলছে এবং তার ইতিহাস প্রাচীন সময়ে থেকেই শুরু হয়েছে। আধুনিক সময়ে তা আর ও বড় আকারে ধারন করেছে
